এবার রাজ্য সরকারের নির্দেশে অনুসারে চিৎপুর সেতু ভেঙে নতুন করে তৈরি করার হবে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

এবার উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অপর গুরুত্বপূর্ণ চিৎপুর সেতু (Chitpur Bridge) ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী মাস থেকেই চিৎপুর সেতু ভার কাজ শুরু হবে বলে KMDA সূত্রে খবর। সেতু ভাঙার আগে ওই সেতুর নীচে বসবাসকারি পরিবারগুলির পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।টালা সেতু পুনর্নির্মাণ সম্পন্ন। যান চলাচল শুরু হয়েছে পুজোর আগে থেকেই। এবার ভাঙা হবে চিৎপুর সেতু (Chitpur Bridge)। ব্রিটিশ শাসনকালে ১৯৩৪ সালে নির্মিত চিৎপুর সেতু কলকাতার প্রাচীন ও গুরুত্বপূর্ণ সেতুগুলির মধ্যে অন্যতম। ২০১৯-এ টালা সেতু ভাঙার পর এই সেতুতে যান চলাচলের চাপ বহুগুণে বেড়ে যায়। নতুন টালা সেতু তৈরি হওয়ার পর কেএমডিএ এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে নতুন ভাবে তৈরির সিদ্ধান্ত নেয়। তবে, সেটু ভাঙার আগে সেতুর নীচে বসবাসকারি পরিবারগুলির পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে রেলের কাছ থেকেও জমি চাওয়া হতে পারে। সেতু ভাঙার দিনক্ষণ ও পুনর্বাসনের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে KMDA কর্তৃপক্ষ একটি বৈঠক ডাকছে। সেই বৈঠকে কলকাতা পুরসভা, পুলিশ ও রেল কর্তাদের আমন্ত্রণ জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *