অজয় নদীতে প্রবল বানের জের, ব্যাপক ক্ষতিগ্রস্ত দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকা
নিজস্ব প্রধিনিধি : বাংলার দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণ ২৪পরগনার বিস্তীর্ণ এলাকা কার্যত জলের নীচে কয়েকদিনের আকাশ ভাঙা বৃষ্টিতে। এমনকি ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে চাষের জমি থেকে ঘরবাড়ি সবকিছুই। তার উপর ক্ষয়ক্ষতির কোনো হিসেব নেই হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লীর D.V.C অবৈধভাবে জল ছেড়ে দেওয়ার ফলে। অসহায় বাঙালির পাশে দাঁড়াতে আজ পূর্ব বর্ধমান বাংলা পক্ষ-র সহযোদ্ধারা ঘুরে দেখলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিভিন্ন ক্ষতিগ্রস্থ অঞ্চল। এছাড়াও বাংলা পক্ষ-র পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রিপলও বিলি করা হয় কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত কেতুগ্রামে।