অধরাই থেকে গেলো ভক্তদের স্বপ্ন, দক্ষিণেশ্বর মেট্রো চালু হচ্ছে না এমনকি কালীপুজোতেও
বেস্ট কলকাতা নিউজ : অতীতে ভক্তদের মন জু়ড়িয়েছিল স্কাইওয়াকে । এবারও কাজের গতি দেখে সকলে ভেবেছিলেন দক্ষিণেশ্বর মেট্রো চালু হয়ে যাবে কালীপুজোতেই, উত্তর-দক্ষিণও সংযুক্ত হবে সরাসরি। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ কার্যত জল ঢেলে দিল সেই আসায়।তাঁরা এও জানিয়ে দিয়েছেন সিগন্যাল ব্যবস্থার কোনো কাজ না মেটায় দক্ষিণেশ্বরে মেট্রো পৌঁছবে না আসন্ন কালীপুজোয়।
গত কয়েক মাস ধরে জোর কদমে কাজ চলেছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে। এদিকে নির্মাণের কাজও প্রায় শেষ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের।আবার বরানগর মেট্রো স্টেশন সাজানোর কাজও প্রায় শেষ। জোরকদমে প্রস্তুতি চলছে বরানগর মেট্রো স্টেশন এলাকার সাজানোর বাকি কাজের। আর ভি এন এল ও মেট্রো রেলের আধিকারিকরা কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন প্রতিদিনই।অনেকটা মন্দিরের আদলেই হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দেখতে। দূর থেকে দেখলে মনে হবে আপনি প্রবেশ করছেন দক্ষিণেশ্বর মন্দিরে। যেমন আলাদা রাস্তা আছে এই মেট্রো স্টেশনে পৌঁছনোর জন্যে। তেমনি রাস্তা থাকছে ডানকুনি-শিয়ালদহ শাখায় দক্ষিণেশ্বর স্টেশন থেকেও মেট্রো চড়ার জন্য।