অনুষ্ঠিত হল শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড অফ কাউন্সিলরস্ মন্ডলীর ২৪ তম বোর্ড মিটিং
শিলিগুড়ি : শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড অফ কাউন্সিলরস্ মন্ডলীর ২৪ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হল। এই বোর্ড মিটিং এ পুরনিগমের বেশীরভাগ কাউন্সিলারেরা বকেয়া পাওনা নিয়ে মন্তব্য রাখেন। পুরনিগমের তৃণমূল এবং কংগ্রেস কাউন্সিলারেরা দাবী করেন তারা নগদ টাকা না পেলে কিছুতেই ওয়ার্ড এর কাজের উন্নয়ন করতে পারছেন না। টাকা ছাড়া শ্রমিকেরাও কাজ করতে চান না। কিভাবে এই কাজ করা হবে সেটা নিয়েও আলোচনা করে নেন পুরনিগমের কাউন্সিলারেরা। এদিন মেয়র গৌতম দেবের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র রঞ্জন সরকার সভাপতি হিসাবে কার্যভার গ্রহন করে জানান আমাদের দরকার পরিসেবা দেওয়া, সেই কারনে আমরা নাগরিক পরিসেবা দিয়ে চলেছি। পর্যাপ্তভাবে অর্থ না আসার কারনে আমাদের কাজ করতে সমস্যা তৈরী হয়েছে তাই আমরা চাই মানুষ আমাদের সকল সমস্যা বুঝতে পারুক। এদিন বোর্ড মিটিং এ শিলিগুড়ি পুরনিগমের সকল কাউন্সিলার জানান অতিরিক্ত পার্কিং এবং ট্রাফিক সমস্যা তাদের কাজে প্রচুর বাধা তৈরী করে রেখেছে।
এদিন ডেপুটি মেয়র দাবী এও করেন আগের চাইতে অনেক জ্যাম কমেছে। পুরনিগম চিন্তা করছে কিভাবে এই সমস্যা মিটিয়ে ফেলা যায়। এর জন্য আলাদাভাবে আইন আনতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। কংগ্রেস কাউন্সিলারেরা কিছু না বললেও সিপিএম এবং বিজেপীর কাউন্সিলারেরা তৃণমূল কোন কাজ করছে না এই বিবৃতিতে সরব ছিলেন। যদিও এর প্রতিবাদ করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং রঞ্জন শীলশর্মা।