অনেকদিন আগের থেকেই শুরু হয়েছে বুকিং, পুজোর আগে বুক দার্জিলিংয়ের সমস্ত হোটেল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আর দুমাস পরে পুজো, তবে দার্জিলিঙে আর খালি নেই কোন হোটেল। মায়ের আগমনের আগেই বুক সমস্ত হোটেল। হ্যাঁ দার্জিলিঙে আপনি এখন বুকিং করতে চাইলে পাবেনই না কোন হোটেল। জানা গেছে এক মাস আগেই সমস্ত হোটেল বুক হয়ে গেছে। পুজোর সময় মায়ের আগমনে টাইগার হিল এবং মেলে দর্শন কেউ আর মিস করতে চান না। এবারে হোটেলে বহিরাগতদের সংখ্যাও প্রচুর আছে। যারা অনলাইনে বিদেশ থেকেই বুকিং করছেন দার্জিলিং। এর থেকেই বোঝা যাচ্ছে কত জনপ্রিয়তা আছে এই শৈল শহরের। যে কোন হোটেল ম্যানেজারকেই দার্জিলিঙে কি আপনি হোটেলের কথা জিজ্ঞাসা করলেই তিনি বলবেন গত ছয় মাস আগের থেকেই বুকিং শুরু হয়ে গেছে, অক্টোবর এবং নভেম্বরে প্রায় একশ শতাংশ হোটেল দার্জিলিঙে বুক। ডবল টাকা দিল পাবেন না কোন ঘর। এই জুলাই আগস্ট মাসে আপনার দার্জিলিং এ যেতে ইচ্ছে করলে পাবেন ঘর, কিন্তু অক্টোবর নভেম্বরে চাইলেও পাবেন না ঘর। পুজোর সময় এবং পুজোর পরে দার্জিলিং এর আবহাওয়াকে মিস করতে চান না কেউই।

এবার দার্জিলিংয়ের হোটেলে ইউরোপিয়ান দের ভিড় দেখবার মতো। অনেকেই বিদেশ থেকে দার্জিলিং সম্পর্কে এবং দার্জিলিংয়ের চায়ের সম্পর্কে খোঁজ নিয়েছে, এবং আগ্রহী হয়েছেন।সেখানে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকেও প্রচুর মানুষ এসে দার্জিলিঙে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন। এক কথায় বলতে পারা যায় অন্যান্য পর্যটন কেন্দ্রকে প্রায় দশ গোলে হারিয়ে দিচ্ছে দার্জিলিং। অনলাইনে বুকিং হওয়ায় সুবিধা আরো বেশি হয়ে গেছে পর্যটকদের। আগের থেকে এসে তারা হোটেল বুক করছেন। ধসে যখন কিছুটা বিধ্বস্ত হয়ে পিছিয়ে পড়েছে সিকিম, সেখানে দার্জিলিংয়ের পোয়া বারো। দার্জিলিং এবং আশেপাশের এলাকা জুড়ে আকর্ষণীয় জায়গা অনেকটাই ঘিরে ফেলেছে পর্যটকদের। যেটা থেকে তাদের ঘুরিয়ে ফেলানো যাচ্ছে না। পুজোতে এবার রেকর্ড করবে দার্জিলিং ঠিক এমনটাই দাবি পর্যটকদের এবং হোটেল মালিকদের। তবে শরীরের শহরে শোভা যে আরও বাড়াতে হবে এটাও মানছে দার্জিলিং এর পর্যটন কেন্দ্রগুলো।

বেস্ট কলকাতা নিউজ : অনেকদিন আগের থেকেই শুরু হয়েছে বুকিং, পুজোর আগে বুক দার্জিলিংয়ের সমস্ত হোটেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *