অবশেষে অনলাইনেই পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ
বেস্ট কলকাতা নিউজ : অনলাইনেই হবে সেমিস্টার পরীক্ষা। এখনও পড়ুয়ারা পরীক্ষার উত্তরপত্র জমা দেবে পিডিএফ ফাইল করেই। এবারেও বন্ধ থাকছে পড়ুয়াদের ক্লাসরুমে বসে কড়া নজরে পরীক্ষা দেওয়া। তাই প্রথম,তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের অনলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সবার সম্মতি ক্রমেই ঘোষণা করলেন অনলাইন সেমিস্টারের। করোনার কথাকে মাথায় রেখেই তাঁদের এমন সিদ্ধান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ১৫ই জানুয়ারি থেকে শুরু হলেও প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে।
এক জায়গায় অধিক পড়ুয়াদের জমায়েত ক্ষতিকর হতে পারে পড়ুয়াদেরই জন্য, এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী। তিনি এও জানান, অনলাইন সেমিস্টার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই। উল্লেখ্য, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ১৬ই নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও পরীক্ষার্থীরা বেশ চিন্তায় ছিল পরীক্ষা মাধ্যম নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় আজ সেই জল্পনার অবসান করলেন, অনলাইন সেমিস্টার সিদ্ধান্তের হাত ধরে। স্যানিটাইজ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অফলাইন ক্লাস শুরু হওয়ার সাথেই কলেজগুলি ছাত্রীছাত্রীদের জন্য অনলাইন ক্লাসও নিচ্ছেন।