অবশেষে আগমন বাংলা দেশের ইলিশের, দামে নাকাল সাধারন মানুষ
শিলিগুড়ি : অবশেষে উত্তর বঙ্গে ঢুকলো বাংলা দেশের ইলিশ মাছ। তবে মাছের দাম শুনে মাথায় হাত ইলিশ প্রেমীদের। মাঝারি ইলিশ এর দাম পনেরোশ টাকা। আর বড়ো ইলিশ এর দাম দুই হাজার টাকার কাছাকাছি। দাম শুনে পিছনে চলে যাচ্ছেন সব মানুষই। শিলিগুড়ির প্রধান তিনটি বাজারে ইলিশ মাছ কিনতে ব্যাগ নিয়ে যাচ্ছেন মানুষ। তবে শিলিগুড়ি তে এখনো কোলকাতার মতন মাছ কেটে বিক্রি হয় না। তাই আগের থেকেই অনেকে জানেন দামের কারনে সামনে যাওয়া যাবে না মাছের।
তবে আগামী দুই এক সপ্তাহের মধ্যে আবার বাজারে আসতে চলেছে ইলিশ মাছ তখন মাছের দাম অনেকটা কমে যাবে বলে মনে করছেন সাধারন মানুষ। তবে বর্ষার সময় ইলিশ মাছের স্বাদ ই একেবারে আলাদা এই মতামত সবারই। তাই দাম কমে যাবার আশায় দিন গুনছেন অনেক ইলিশ প্রেমী। তবে কবে? সেটাই এখন প্রশ্ন সাধারন মানুষের।
x