করোনাতঙ্ক ফের বাংলায় , ৩.৫ গুণ বাড়ল হাসপাতালে ভর্তির সংখ্যা , এমনকি দ্বিগুণ পজিটিভিটি রেটও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলায় গত ১০ দিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা সংক্রমণের হার। যদিও বেশিরভাগ আক্রান্তেরই উপসর্গ নেই অথবা থাকলেও তা মৃদু উপসর্গ। কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়তেই গুরুতর অসুস্থের সংখ্যাও বেড়ে চলেছে আনুপাতিক হারে। ফলে করোনা সংক্রমিত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যাও প্রায় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে গত ১০দিনে। এমনকি দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে কোভিড পজিটিভিটি রেটও।

গত কয়েকদিনের তুলনায় বেশ খানিকটা কম রাজ্যের করোনা সংক্রমণের হার। কিন্তু এতে স্বস্তি লক্ষণ নেই বলেই বিশেষজ্ঞদের দাবি।এমনকি ঊর্ধ্বমুখী করোনার দৈনিক পজিটিভিটি রেটও। ক্রমেই বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। যা যথেষ্ট উদ্বেগের বলেই চিকিৎসকদের মত।

উল্লেখ্য , গত কয়েক মাসে সংক্রমণ নিয়ন্ত্রে থাকায় অনেকটাই শিথিল করা হয়েছিল করোনা চিকিৎসার সরকারি পরিষেবা। কিন্তু তা আবার বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য ভবনের আশঙ্কা পরিষেবার উপর চাপ পড়তে পারে বলে। এই পরিস্থিতিতে, করোনায় গুরুতর অসুস্থতাটা ঠিক কেমন, কোন পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হতে হবে, তা নিয়ে স্বাস্থ্য দফতর একটি নির্দেশিকা জারি করেছে ।

প্রসঙ্গত , চলতি মাসের প্রথম দিন এ রাজ্যের হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ছিল ৩২৭ জন। এর ২৪ ঘন্টার মধ্যে (২ জুলাই) রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫৯ জন। ৩ জুলাই বেশ কমেও যায় সেই সংখ্যাটা। ওই দিন হাসপাতালে ভর্তি ছিলেন ৩০৪ জন। কিন্তু, ৪ জুলাই বেড়ে গিয়ে হয় ৪৪৫ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।পরিসংখ্যানের বিচারে প্রায় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে গত ১০ দিনে করোনা সংক্রমিত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *