অবশেষে আরো সস্তা হল এনজিপি থেকে দার্জিলিং যাতায়াত, ৩০০ টাকা ভাড়া করল এনবিএসটিসি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এবারে আরও সস্তা, এনজিপি থেকে দার্জিলিং বাসে যেতে লাগবে মাত্র ৩০০ টাকা। এন বি এস টি সির এই নতুন ঘোষণায় আলোড়ন পড়ে গেছে পর্যটকদের মধ্য। এমনিতে এই সময় বাসের ভাড়া , এবং অন্যান্য চার চাকার গাড়ির ভাড়া হাজার টাকার নিচে হচ্ছে না, তাও সেটা আবার কম করে, মাথাপিছু সবচাইতে বেশি লাগছে, সেখানে বাসে করে মাত্র ৩০০ টাকা দিলে পৌঁছে যাওয়া যাবে শৈল শহরে।

একদল পর্যটক জানিয়েছেন আমাদের পক্ষে দারুণ খবর, কারণ দার্জিলিঙে পৌঁছানোর আগেই এই ভাড়া গুনতে আমাদের খরচ হয়ে যায় বেশ কয়েক হাজার টাকা, তাও তো নির্দিষ্ট করে কোন ভাড়ার দাম নেই। এখানে বাস যদি ঠিকমতো পাহাড়ে পৌঁছায়, তবে আমরা কলকাতা বসেই জানতে পারছি মাথাপিছু বাস ভাড়া দিতে হবে ৩০০ টাকা। সেটার কোন বেশি হবে না, আর এটাই আমাদের পক্ষে সুবিধাজনক। কারণ এখন বিকেলের পর যদি আমরা পাহাড়ে যেতে চাই , গাড়ি শুরুই করে দু হাজার টাকা দিয়ে , যত রাত হয় ভাড়া দ্বিগুণ তিন গুণ বেড়ে যায়। উপায় না দেখে আমরাও রাজি হয়ে যাই, তবে এইভাবে পাহাড়ে আসতে মন চায় না আমাদের। তাই যখন শুনলাম মাত্র ৩০০টাকা দিয়ে বাস দিয়ে যাবে এবং নিয়ে আসবে তখনই আমরা সন্তুষ্ট হয়ে গেছি। এত ভাড়া দিয়ে আসতে হবে শুনলেই মনে একটা বাধা সৃষ্টি হতো, এটা এখন আর হবে না ভাবতেই ভালো লাগছে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *