অবশেষে কমলো শীতের সবজির দাম, চরম স্বস্তিতে শিলিগুড়ির সাধারণ মানুষ
শিলিগুড়ি : শীতের সবজির দাম ক্রমশ বেড়ে যাওয়ায়, চিন্তিত ছিলেন শিলিগুড়ির সাধারণ মানুষ। শীতকালের সবজি মানুষের কাছে বরাবরের জন্য প্রিয়। সে আজ থেকেও হোক বা আজ থেকে ৩০ বছর আগের হোক। মানুষের কাছে একটা আলাদা আনন্দ শীতের সবজি কেনায়। ফুলকপি বাঁধাকপি, ওল কপি এবং অন্যান্য সবজি। ৮ থেকে ৮০ সবাই পছন্দ করেন। কিন্তু গত কয়েক বছর ধরে, মাত্র ছাড়িয়ে গিয়েছিল সবজির দাম, সাধারণ মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে, সবজি কেনাই মুশকিল হয়ে যাচ্ছিল । তবে এই বছর পরিস্থিতি বদলিয়েছে অনেকটাই। কমে গেছে দাম, যার ফলে শান্তিতে সবজি বাজার করতে পারছেন শহর শিলিগুড়ির মানুষ।
এদিকে শিলিগুড়ির প্রধান বাজার গুলিতে, সন্ধার পরে সবজির বাজারে ভিড় দেখবার মতো। মহিলারা ব্যাগ নিয়ে দুপুর হলেই বেরিয়ে পড়ছেন বাজার করতে। সবজির দাম অনেকটা কমে যাওয়ায়, স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরাও, খাবার বিক্রেতারাও। এই বছর আর দাম বাড়বে না, সবজির জানাচ্ছেন তারা। সবজির দাম কমে যাওয়ায় খুশি বিয়ে বাড়ির আয়োজকরা। তারাও, জানিয়েছেন একটা শঙ্কার মধ্যে ছিলাম, তবে সবজির দাম অনেকটাই কম। তাই বাজার করতে কোন অসুবিধা হবে না।