অবশেষে কর্বেভ্যাক্স টিকা ছাড়পত্র পেল ১২-১৮ বছর বয়সীদের জন্য
বেস্ট কলকাতা নিউজ : ভারত আরও একটি হাতিয়ার পেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের জন্য চূড়ান্ত ছাড়পত্র দিল বায়োলজিক্যাল ই লিমিটেডের করোনা টিকা কর্বেভ্য়াক্সের। মাংসপেশীর মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া হবে কর্বেভ্যাক্স টিকা এবং টিকার দুটি ডোজ নিতে হবে ২৮ দিনের মধ্যে। এই টিকার স্টোরেজ করা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।