অবশেষে কিশোরী মুক্তি পেল বাবাকে ‘খুন’ করেও , ছুরি বসিয়েছিল যৌন নির্যাতন থেকে বাঁচতে
বেস্ট কলকাতা নিউজ : পুলিশ এক নাবালিকাকে রেহাই দিল বাবাকে ‘খুন করার’ (murder) মামলা থেকে। তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার ঘটনায় তদন্তের পরে দিন কয়েক আগে পুলিশ জানিয়েছে, ঘটনাটি পড়ছে ‘আত্মরক্ষার্থে খুনের’ আওতায়। তদন্তে জানা গিয়েছে, ১৭ বছরের মেয়েটি বাবাকে আঘাত করেছিল যৌন হেনস্থা থেকে আত্মরক্ষা করার জন্যই। তার ফলেই মৃত্যু হয়েছে তার চল্লিশ বছর বয়সি বাবার। এটি পড়ছে ভারতীয় সংবিধান বিধির ১০০ নম্বর ধারার আওতায়, আত্মরক্ষার্থে খুন। কয়েক দিন আগের ঘটনা। হঠাত্ই বছর সতেরোর মেয়েটি তার প্রতিবেশীদের জানায় সে বাড়ি এসে দেখেছে কেউ ছুরি মেরেছে তার বাবাকে। নিয়ম মেনে শুরু হয় পুলিশি তদন্ত। তাতেই সামনে আসে, বাবাকে ছুরি মেরেছে অভিযোগকারিণী মেয়েই।

জেরার মুখে পুলিশের কাছে মেয়েটি স্বীকার করে, তার বাবা মদ খেয়ে তাকে প্রায়ই মারধর করত। এমনকি চলত যৌন নির্যাতনও। সেদিনও ঘটেছিল তেমনটাই, তাতেই সে বাবার ওপর পাল্টা চড়াও হয়। তার ছুরির ঘায়ে মারা যায় বাবা। তার মা মারা গিয়েছেন কয়েক বছর আগেই। দিদি চেন্নাইয়ের একটি দোকানে কাজ করেন, বাড়ি থেকে ১৬০ কিলোমিটার দূরে। ফলে বাড়িতে বাবার সঙ্গে একাই থাকত ওই ছোট মেয়ে। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে মুক্তি দেওয়া হয়েছে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করেই। তাকে এখন রাখা হয়েছে একটি হোমে, সে ভাল আছে।

