পরিবেশবান্ধব জার্মান মেশিনে এবার থেকে পরিষ্কার করা হবে হাওড়া রেল স্টেশন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সবুজায়নের লক্ষ্য নিয়ে আরও একধাপ এগিয়ে গেল রেল কর্তৃপক্ষ৷ হাওড়া স্টেশন চত্বর এবং প্ল্য়াটফর্মগুলিকে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে পূর্ব ভারতে এই প্রথমবার অত্যাধুনিক অটোমেটিক মেশিন নিয়ে আসে রেল কর্তৃপক্ষ৷ স্ক্রাবার-ডায়ার নামে অত্যাধুনিক যন্ত্রটি দিয়ে হাওড়া স্টেশন পরিস্কার ও পরিচ্ছন্ন করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পরিষেবা প্রদানকারী সংস্থার অন্যতম আধিকারিক চন্দ্রনাথ মুখোপাধ্যায়।হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স ও নিউ কমপ্লেক্সের জন্যে আনা হয়েছে তিনটি করে মেশিন । জার্মানির প্রস্তুতকারী সংস্থার পক্ষে পূর্ব ভারতের রিজিওনাল ম্যানেজার উদয় কুমার চৌধুরী জানিয়েছেন , ব্যাটারিচালিত এই যন্ত্রটি প্ল্যাটফর্ম জল দিয়ে পরিষ্কার করার পাশাপাশি নোংরা জল শুষে নিয়ে শুকনো করে দেবে। এই যন্ত্রটিতে রয়েছে দুটি জলের ট্যাঙ্ক। একটিতে তরল ক্লিনিং সোপ মেশানো জল ভরা হবে।

মেঝের সঙ্গে লেগে থাকা স্ক্র‍াবারগুলির ব্রাশের মধ্যে দিয়ে সেই সাবান মিশ্রিত জল আসতে থাকবে। স্ক্রাবারগুলি ঘুরে ঘুরে মেঝে পরিষ্কার করার পরে এই মেশিন সাকশান পদ্ধতিতে নোংরা জল অন্য ট্যাঙ্ককে টেনে নিতে থাকবে । এইভাবেই এই মেশিন অল্প সময়ের মধ্যেই পরিষ্কারের কাজ করে দেবে। এই যন্ত্রটি হবে ব্যাটারিচালিত। এই যন্ত্রটি সম্পূর্ণই পরিবেশবান্ধব। প্রতিবার ব্যাটারিতে চার্জ দেওয়ার পরে এই মেশিন সর্বাধিক সাড়ে তিন হাজার বর্গমিটার জায়গা পরিষ্কার করাতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *