অবশেষে খারিজ হল নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা শিশু সুরক্ষা কমিশনের মামলা
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কলকাতা হাইকোর্টে খারিজ হল জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলা । এই মামলা খারিজ হয়ে যায় মূলত বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এবার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই মামলার আবেদনকারী রাজ্য শিশু সুরক্ষা কমিশন ।
উল্লেখ্য ,গত বছর শিশু নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওই মামলা করেন সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। আবেদনে এও বলা হয়েছিল, কোভিড আক্রান্তের সংখ্যা ওইসময় ব্যাপক বৃদ্ধি পেয়েছিল ৮ দফায় বিধানসভা ভোটের কারণে। বহু শিশু ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও । আবেদনে আরও বলা হয়েছিল, বহু শিশুর মৃত্যু হয় এত দীর্ঘ সময় ধরে ভোটের কারণে।
এদিকে মামলা খারিজ করে ডিভিশন বেঞ্চ জানায় , নির্বাচন কমিশনের গাফিলতির কারণে শিশুমৃত্যু হয়েছে কি না তা অনুসন্ধান করে দেখা দরকার। রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে তার দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু সে দায়িত্ব তারা পালন করেনি।আদালত এও বলেছে, তাদের দরজা বন্ধ নয়। অনুসন্ধানের পর যদি শিশু সুরক্ষা কমিশন কারও গাফিলতি খুঁজে বের করতে পারত নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে, তাহলে আদালত ব্যবস্থা নিত।