অবশেষে খুলে গেল ডুয়ার্সের এর পর্যটন, খুশি সাধারণ মানুষ
নিজস্ব সংবাদদাতা : অবশেষে খুলে গেল ডুয়ার্সের পর্যটন। সে কারণে খুশি ডুয়ার্সের সাধারণ মানুষ। কারণ পর্যটনকে ঘিরে ডুয়ার্সের অর্থনৈতিক উন্নয়ন পরিলক্ষিত হয়। গত তিন বছর ধরে স্বাভাবিকভাবে চলছিল না ডুয়ার্সের পর্যটন। পর্যটকদের কাছেও যথেষ্ট আকর্ষণীয় ডুয়ার্সের পর্যটন। তারা যথেষ্ট হতাশ ছিলেন পর্যটনের দ্বার খুলে না যাওয়ায় অনেকেই জানিয়েছেন ডুয়ার্সের প্রচুর মানুষ এবং বেকার যুবক-যুবতীরা পর্যটন ব্যবসার সাথে জড়িত। ঠিকমতো পর্যটন না হওয়ায় তারাও হতাশার মধ্যে ছিলেন। অবশেষে পর্যটনের দ্বার ফুলে যাওয়ায় খুশি তারাও।
জানা গেছে এই বছর রেকর্ড সংখ্যক পর্যটকের আশা করছেন তারা । এইভাবে তাদের অর্থনৈতিক আমদানি ও বৃদ্ধি পাবে বলে দাবি তাদের। ডুয়ার্সে আসতে পছন্দ করেন প্রচুর পর্যটক, অনেকেই পাহাড়ের একঘেয়েমি পছন্দ করেন না। তার বদলে তারা ডুয়ার্স ঘুরতে ভালোবাসেন। ডুয়ার্স দেখতে পারলে অনেকেই নিজেদের ধন্য বলে মনে করেন। সেই কারণে পর্যটনের দ্বার খুলে যাওয়ায় যথেষ্ট আর আশাবাদী ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। তারা জানাচ্ছেন বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হতাশায় ভুগছিলেন তারাও। এবারে হয়তো তাদের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।