অবশেষে গঙ্গার তলায় মেট্রো রেল ছুটবে ২০২৩-এর শুরুতেই
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা থেকে গঙ্গা অথবা হুগলি নদীর তলা দিয়ে মেট্রো রেলে চেপে হাওড়ায় পৌঁছে যাওয়া যাবে ২০২৩ সালের শুরুতেই । এ বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ,গঙ্গা নদীর তলা দিয়ে দেশে এই প্রথম মেট্রো রেল ছুটবে। এমনকি তার কাজও চলছে জোর কদমে ।
মেট্রো রেল কর্তৃপক্ষ এও জানিয়েছে, ভারতের প্রথম আন্ডারওয়াটার টানেল করিডোরটি নির্মিত হয়েছে হুগলি নদীর নদীর তলদেশের ৩৩ মিটার নিচে। কলকাতা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো সংযোগ প্রদান করা হবে ২০২৩ সালের মধ্যে। এই রেলপথটি ১৬.৬ কিলোমিটার দীর্ঘ, পূর্ব-পশ্চিম প্রসারণের মধ্যে হুগলি নদীর নদীর তলায় হবে ৫২০ মিটার।