অবশেষে জাকিয়ে ঠান্ডা পড়লো শিলিগুড়িতে, অনেকটাই কমে গেলো শহরের তাপমাত্রা
শিলিগুড়ি : অবশেষে জাকিয়ে ঠাণ্ডা পড়লো শিলিগুড়িতে । এদিন সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা শিলিগুড়ি শহর। তাপমাত্রা ও কমে যায় অনেকটাই। সকাল থেকেই কনকনে হাওয়া এবং ঘন কুয়াশায় পুরোপুরি ডুবে যায় শহর শিলিগুড়ি। এদিকে কয়েকদিন ধরে শিলিগুড়িতে তাপমাত্রা অনেকটাই নেমে যায় , কিন্তু এদিন যেন তাপমাত্রা হেরফের ঘটে যায় অনেকটাই। গরম জামা কাপড় পড়ে অনেক মানুষকে এদিন রাস্তায় যুবু থবু হয়ে বের হতেও দেখা যায়। দার্জিলিং এর তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে শিলিগুড়িতেও যে তার প্রভাব ভালোই পড়েছে, এদিন সকালে শিলিগুড়ি আবহাওয়া দেখে তা অনেকটাই বুঝতে পারা গেল। আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী ঠান্ডা চলে এসেছে, উত্তর পূর্ব সিকিমে প্রবল হাওয়ায় তাপমাত্রা প্রায় অনেকটাই কমে গেছে। শহর শিলিগুড়িতে একদিন সকাল থেকে বহু মানুষকে আগুন তাপটে দেখা যায়। ঠান্ডা পড়ে যাওয়ায় কদর বেড়ে যায় ঠান্ডা জিনিস এর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শিলিগুড়িতে ঠান্ডা আরো কমবে। মানে তাপমাত্রা আরো নিচের দিকে নামবে।