অবশেষে টয় ট্রেন হচ্ছে আরো আধুনিক, বিশেষ উদ্যোগ গ্রহণ পর্যটন দপ্তরের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : দেশ কিংবা বিদেশ পর্যটকরা আসলে খোঁজেন টয় ট্রেন। দার্জিলিংয়ের ট্রেন এখন জগত বিখ্যাত। সেই টয় ট্রেনের আধুনিকীকরণের কাজ শুরু করা হবে নভেম্বর থেকে। যাতে পর্যটকেরা আরো আকর্ষিত হন টয় ট্রেনের প্রতি। বিভিন্নভাবে সাজিয়ে তোলা হবে টয়ট্রেন কে, আলো দিয়ে সাজানো হবে স্টেশন গুলিকে। এবং প্রতিটি স্টেশনেই থাকবে নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। ট্রেনের ভিতরে থাকবে চা এবং কফি, থাকবে স্নাক্স, এটা আরো থাকবে এছাড়াও থাকবে মিউজিক সিস্টেম। আরো জানা গেছে বছরের পর বছর, একই মডেলে চলছে টয় ট্রেন, এবার তাই উদ্যোগ নেওয়া হচ্ছে টয়ট্রেন আধুনিকীকরণের কাজে । যা দ্রুত শেষ করতে হবে বলে নির্দেশ এসেছে। টয় ট্রেনের জনপ্রিয় তাকে বাড়িয়ে তুলতে উদ্যোগ নিচ্ছে ওয়াল ট্যুরিজম, বিশ্বের যতগুলো পর্যটন এর আকর্ষণীয় জিনিস আছে, দার্জিলিংয়ের টয় ট্রেন তাদের মধ্যে অন্যতম। তাই উদ্যোগ নেওয়া হচ্ছে টয় ট্রেনের আধুনিকীকরণ এবং জনপ্রিয়তা বাড়ানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *