জেলা অফিসে স্বামীজীকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : গতকাল ছিল স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস। আর তারই জন্মদিনে তাকে বিশেষ শ্রদ্ধা নিবেদন করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্বামীজীর ছবিতে মাল্যদান করেন। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল সদস্যরা। এদিন সকালে স্বামীজীর ছবিতে মালা দিয়ে তাকে আধুনিক যুগের মনিষী আখ্যা দেন জেলা সভাপতি। তিনি জানান আমাদের কাছে বিবেকানন্দের বানী একেবারেই আলাদা আদর্শ। কিছু করতে হবে না তার বানী শুনে তার কথামতো চললেই হবে। তিনি তার সহজ কথার মাধ্যমে সারা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছেন। তার কথা শোনে না এমন কোন মানুষ এই পৃথিবীতে নেই। শুধুমাত্র তার আদর্শকে তুলে ধরতে হবে সারা বিশ্বের কাছে।

তিনি একেবারেই কম সময়ের মধ্যে অনেক সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে গেছেন। তার জীবন এত সহজ এবং এত সরল ছিল যে বিশ্বের সব ধর্ম এবং সব ভাষার মানুষ তার কথা মেনে নিয়েছেন। তার মাধ্যমে মানুষের অনেক কম সময় এই পৃথিবীর ইতিহাস মেনে নিয়েছিল। আজকে তার জন্মদিন আজকে তার জন্য সবচাইতে বড় উপহার হবে আমরা যদি তার কথা মেনে চলি। অনেক মনিষী এসেছেন এবং চলে গেছেন কিন্তুু স্বামী বিবেকানন্দের কথা এবং বানী ভারতবর্ষের ইতিহাসে এক অসাধারন অনুভব হয়ে থাকবে আমাদের কাছে। আজকে তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আপাতত এই প্রতিজ্ঞা করতে পারি আমরা আগামী প্রজন্মকে তার নির্দেশ অনুযায়ী এগিয়ে নিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *