অবশেষে তাপমাত্রা নামল শহর কলকাতায় , তাপপ্রবাহ জারি থাকছে রাজ্যে
বেস্ট কলকাতা নিউজ : সকাল থেকেই মূলত কাঠফাটা রোদ। তার সঙ্গে প্যাচপ্যাচে ঘাম। সাধারণ মানুেষর দিন কাটছে গরম আর চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে । বৃষ্টি কবে হবে? এখন এই প্রশ্নই সকলের মনে ঘুরছে। কবে মিলবে রেহাই তার আশা দেখিয়েছে হাওয়া অফিস। এখনই বৃষ্টির দেখা না মিললেও আবহাওয়ার সামান্য বদল হবে ২৯ এপ্রিলের পর থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী মাসের প্রথম দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মত শহরবাসী আজও দহনে পুড়বে। তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । গত তিনদিন ধরেই মহানগরে তাপমাত্রার পারদ ক্রমশ চড়েছে । রোদ গরমের পাশাপাশি আর্দ্রতার কারণে থাকছে অস্বস্তিকর গরমও। শরীরে প্রচুর ঘাম হচ্ছে। আরও কষ্ট হচ্ছে তার কারনে। আপাতত ৪-৫ দিন শহরে এই পরিস্থিতিই থাকবে।