অবশেষে দাম কমছে সবজির, শিলিগুড়িতে স্বস্তি সাধারণ মানুষের
শিলিগুড়ি: শিলিগুড়িতে দাম অনেকটাই কমে গেছে সবজির, স্বস্তিতে সাধারণ মানুষ। গত তিন মাস ধরে সবজির দাম নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছিলেন সাধারণ মানুষেরা। সবজির দাম কমছে না কেন? কেন সরকারে নির্দেশ মানছেন না সবজি বিক্রেতারা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাধারণ মানুষ। তিনবার করে টাস্ক ফোর্স আসা সত্ত্বেও সবজির একই দাম দুশ্চিন্তায় ফেলেছিল শিলিগুড়ির আম জনতাকে। শেষে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন অবিলম্বে দাম কমাতে হবে সবজির। তাই গত তিনদিন ধরে কিছুটা হলেও দাম কমেছে সবজির। যদিও আলুর দামের খুব একটা হেরফের লক্ষ্য করা যায়নি, তবুও অন্যান্য সবজির দাম তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে। দাবি করছেন শিলিগুড়ির মেয়র এবং অন্যান্যরা।
এদিকে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে বিক্রি করা হচ্ছিল শাকসবজি, তা সত্ত্বেও দাম কমেনি সবজির। শিলিগুড়ি শহরের আশেপাশের বহু জায়গা থেকে কাঁচা শাকসবজি শহরে আসে, আরো দাম কম ছিল না, তবে গত তিনদিন ধরে অনেকটাই কমে গেছে দাম। তাই স্বস্তিতে ক্রেতারা। মনে করা হচ্ছে পুজোর আগে অনেকটাই দাম কমে যাবে সবজির। স্বস্তিতে সাধারণ মানুষ।