‘একনাথ শিণ্ডে পদত্যাগ করুন, উদ্ধব ঠাকরের হুঙ্কার নীতীশ কুমারকে পাশে নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্ষমতা দখল করতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে গণতন্ত্রকে ‘হত্যা’ করেছেন। তাঁর উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া। বৃহস্পতিবার এই ভাষাতেই শিণ্ডেকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোল সংক্রান্ত মামলার শুনানিও হয়েছে দেশের শীর্ষ আদালতে। সেই মামলার শুনানির সময় শিবসেনা শিবিরে ভাঙন, বিধয়কদের দলত্যাগ, আস্থা ভোট, রাজ্যপালের ভূমিকার মতো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের সেই পর্যবেক্ষণ অক্সিজেন জুগিয়েছে ধুকতে থাকা উদ্ধব শিবিরকে। বৃহস্পতিবারই বিরোধী জোটের ব্যাপারে আলোচনা করতে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে মুম্বই গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। তাঁকে পাশে বসিয়েইউ সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন উদ্ধব।

নীতীশ কুমারকে পাশে নিয়ে একনাথ শিণ্ডে শিবিরকে আক্রমণ শানিয়ে উদ্ধব বলেছেন, “গণতন্ত্রকে হত্যা করে একনাথ শিণ্ডে জিতেছেন। আমি যেমন করেছি, তেমনই একনাথ শিণ্ডের উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া।”এ ব্যাপারে উদ্ধব সেনার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে শিব সেনার শিণ্ডে গ্রুপের হুইপ ছিল অবৈধ। বর্তমান সরকার তৈরি হয়েছে অবৈধ ভাবে এবং সংবিধানের অবমাননা করে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *