অবশেষে পরিবর্তন হল উচ্চমাধ্যমিকের সিলেবাসের, এবার থেকে পরীক্ষা হবে সেমিস্টার হিসাবে
নিজস্ব সংবাদদাতা : উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিবর্তন করা হলো, পশ্চিমবঙ্গ সরকারের নতুন ধারায় এবার থেকে সেমিস্টার হিসাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। মনে করা হচ্ছে এবারে এই উদ্যোগে সফল হবে ছাত্র-ছাত্রীরা। গতবারের থেকে তুলনামূলকভাবে এবারে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। তুলনামূলকভাবে চাকরি তুলনায় ছাত্রের সংখ্যা বেশি।
এদিকে গত দু বছরে ছিল ছাত্রী সংখ্যা বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংকট সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নির্ধারিত সময় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। বর্তমানে উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, টেস্টের পরে আর পড়ার ফাঁকে আড়াই মাস মতো সবাই পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। সেমিস্টার হিসাবে পরীক্ষা হলে উপকৃত হবে ছাত্রছাত্রী রাই আর ফলাফল আগে তুলনায় অনেকটাই ভালো হবে বলে মনে করছেন ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকেরা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি সেমিস্টার হিসেবে হয় তাতে উপকার হবে সকলেরই দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে।