অবশেষে পুলিশের জালে মাদকচক্রের কিংপিন এনারুল, গ্রেফতার হল এন্টালির বিলাসবহুল আবাসন থেকে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতার এন্টালি এলাকার নামী আবাসনের ফ্ল্যাট থেকে গ্রেফতার হল মালদা তথা দেশে মাদকচক্রের অন্যতম কিংপিন এনারুল হক (৫৩ ) ওরফে এনারুল শেখ ৷ সোমবার গভীর রাতে কলকাতা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে এনারুলকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ ৷ পাশাপাশি, তাঁর কাকা তথা ছায়াসঙ্গী সওকত শেখ ওরফে ভগলুকেও গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় ৷ তবে, দু’জনকে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মুখ্য দায়রা বিচারক ৷

পুলিশ সূত্রে খবর, মাদকপাচার চক্রের মাথা এই এনারুলের জীবনযাত্রা ছিল সাদামাটা ৷ মাদক পাচার করে ধনসম্পত্তির পাহাড় তৈরি করলেও, সকলের সামনে অতিসাধারণ জীবনযাপন করতেন ৷ তাঁর পরনে লুঙ্গি আর একটি কমদামি জামা ৷ তার উপর গায়ে চাপানো ফুটপাথে বিক্রি হওয়া একটি সাধারণ জ্যাকেট ৷ আর মাথায় হালকা সাদা চুল ৷ মুখে খোঁচা দাড়ি ৷ কয়েক বছর ধরে এই প্রৌঢ়কেই হন্যে হয়ে খুঁজছিল মালদা জেলা পুলিশ ৷ শেষ পর্যন্ত সাফল্য আসে ৷ সোমবার রাতে কলকাতারা এন্টালি এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ৷
এদিকে পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ বছর ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত এনারুল ৷ তাঁর মাধ্যমেই মণিপুর-সহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে মাদক তৈরির কাঁচামাল কালিয়াচকে আসত ৷ এই কাঁচামাল থেকে হেরোইন ও ব্রাউন সুগারের মতো মাদক তৈরি করতে সিদ্ধহস্ত এনারুল ৷ এলাকার অনেককে তিনি এর প্রশিক্ষণও দিয়েছেন ৷ তারাই এখন ব্রাউন সুগার তৈরি করে ৷ মাঝেমধ্যে পুলিশি অভিযানে বেশ কিছু কাঁচামাল কিংবা তৈরি হওয়া মাদক ধরা পড়লেও, মাথা ঘামাতেন না এনারুল ৷ কারণ, পুলিশের হাতে যাওয়া সামান্য পরিমাণ মাদক কিংবা কাঁচামাল তাঁর বিশাল মাদক কারবারের সাম্রাজ্যে তেমন কিছুই নয় ৷ অভিযোগ, এনারুলের কাকা মহম্মদ সওকত শেখ কার্যত ভাইপোর ম্যানেজারের দায়িত্ব সামলাতেন ৷ একাধিক মাদক কারবারে তাঁর নামে পুলিশের খাতায় অভিযোগ দায়ের হয়েছে ৷

