অবশেষে বদলাতে হল পুরোনো নিয়ম! এবছর সাধারণ মানুষের কোনো প্রবেশাধিকার থাকছে না কলকাতার বনেদি বাড়ির পুজোয়
বেস্ট কলকাতা নিউজ : এবার পুজো মণ্ডপে সাধারণ মানুষরা ঢুকতে পারবেন না ১৯ তারিখ, সোমবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এমনি এক নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি অনেকেরও মন ভেঙেছে এই খবর পাওয়ার পরে। এছাড়াও বহু মানুষ করোনা ভাইরাসের সংক্রমণের কথাও একরকম প্রায় ভুলতে বসেছিলেন শহর পুজোর আলোয় ছেয়ে যাওয়ার কারণেই। এদিকে গতকালই সমস্ত পুজো মণ্ডপকেই কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল কলকাতা হাইকোর্টের নির্দেশনামা অনুসারে।
লককডাউনের পর থেকেই এবার পুজো হবে কি না, এই নিয়ে বেশ সংশয়ের মধ্যে ছিলেন এমনকি বারোয়ারি পুজোর কর্মকর্তারা। কিন্তু অন্যদিকে এইবছর আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল কলকাতার বনেদি বাড়ির পুজোর নিয়মবিধি। কলকাতায় বারোয়ারি পুজোর মতো সাধারণ মানুষের মধ্যে বেশ মাতামাতি থাকে এমনকি বনেদি বাড়ির পুজো নিয়েও। কিন্তু এবছর সাধারণ মানুষ প্রায় বঞ্চিত থাকবেন সবকিছু থেকেই।