অবশেষে শিলিগুড়িতে সবজির দাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামলেন টাস্ক ফোর্সের সদস্যরা
শিলিগুড়ি : শিলিগুড়িতে সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান টাস্ক ফোর্স এর। আজ সকালে তারা অভিযান চালালো শিলিগুড়ি বিধান মার্কেটে, কয়েকদিন ধরে তাদের কাজ নিয়ে অভিযোগ উঠছিল। টাস্ক ফোর্স একমাত্র মুখ্যমন্ত্রী আদেশ দিলে নড়াচড়া করে না হলে করেনা। এই অভিযোগ চলছিল। অবশেষে তারা তারা হানা দেয় শিলিগুড়ি বিধান মার্কেট এবং ক্ষুদিরাম পল্লী বাজার। সেখানে গিয়ে বিভিন্ন সবজি বিক্রেতাদের কাছে সবজির দাম জিজ্ঞেস করে তারা।
জানা গেছে অন্তত কয়েকদিন তারা বিধান মার্কেটে আসবে সবজির দাম জিজ্ঞেস করতে। তবে কতদূর কি হবে সেটা আপাতত বলতে পারছেন না কেউ। কারণ গত তিন মাস ধরে শিলিগুড়িতে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। কেন এত দাম ? পাইকারি বিক্রেতারাও বলতে পারছে না। তবে খবর শোনা যাচ্ছে ডিসেম্বরের প্রথম থেকেই দাম কমতে পারে সবজির। এখন সেটা কতদূর কি হবে সেটা সময়ই বলবে।