অবশেষে শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে শুরু হল শিলিগুড়ি “আই পি এল “
শিলিগুড়ি: দ্বিতীয় বছরে পড়ল শিলিগুড়ি আই পি এল। এদিন শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে শুরু হল দ্বিতীয় শিলিগুড়ি আই পি এল। মোট বারোটি দল এই প্রতিযোগীতায় অংশগ্রহন করবে। গোটা টুর্নামেন্টকে একেবারে আই পি এল এর ধাচে মুড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা সস্তিকা যুবক সংঘের অন্যতম কর্তা শ্রী মনোজ ভার্মা। তিনি জানিয়েছেন একেবারে আই পি এল এর ধাচে খেলা হবে এই প্রতিযোগিতার। সবাই সবার সাথে একবার করে খেলবে। ফাইনাল হবে পনেরোই মেতে।
শিলিগুড়িতে শুরু হওয়া আই পি এলকে নিয়ে প্রচণ্ড উৎসাহী শিলিগুড়ির মানুষ বলে জানিয়েছেন মনোজ ভার্মা। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান গতবারের চাইতেও আকর্ষনীয় হবে এই প্রতিযোগিতা। আসবেন বহু আই পি এল খেলা খেলোয়ার এবং কোচেরা। আমি নিজেও উৎসাহী এই প্রতিযোগিতাকে নিয়ে জানালেন মেয়র।