অবশেষে সুখবর চাকুরীজীবিদের জন্য , সপ্তাহে ৪ দিন কাজ ৩ দিন ছুটি, আসছে চলেছে নতুন শ্রম আইন
বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় সরকার চারটি নতুন শ্রম আইন আনতে চলেছে আগামী অর্থবর্ষেই। চাকরিজীবীদের জীবনে অনেকটা পরিবর্তন আনবে এই নতুন আইন। প্রথমত, নতুন শ্রম আইনের ফলে কমে যাবে টেক হোম স্যালারি, অর্থাৎ বিভিন্ন খাতে কেটেকুটে যে পয়সা হাতে পাওয়া যায় তা। প্রভিডেন্ট ফান্ড বাড়বে তার বদলে । এদিকে শ্রম দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই খসড়া বানানো হয়েছে ১৩টি রাজ্যে আইন প্রণয়ন করতে।
এছাড়াও খবর মিলেছে নতুন শ্রম কোডে আবার ছুটির পরিমাণ বাড়বে বলেও। তবে শুধুমাত্র অফিসে কর্মরত বেতনভুক কর্মচারীরাই নয়, কারখানার শ্রমিকদের জন্যও প্রযোজ্য হবে এই নিয়ম। সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের কথা বলা হয়েছে নতুন শ্রম কোডে। এর সঙ্গে দিনে কাজের সময়সীমা হবে ১২ ঘণ্টা। ফলে তৈরি হয়েছে সপ্তাহে চার দিন কাজ এবং ৩ দিন ছুটির সম্ভাবনা । তবে এ নিয়ে চরম আপত্তি উঠেছিল বিভিন্ন ইউনিয়ন থেকে। তাতে জানানো হয়েছে, ১২ ঘণ্টা ডিউটি করতে না চাইলে ৮ ঘণ্টা করা যাবে। সেক্ষেত্রে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে এবং ছুটি পাওয়া যাবে মাত্র ১ দিন।