অবশেষে হাইকোর্ট পর্যন্ত গড়াল আবাস যোজনায় দুর্নীতি, পুরুলিয়া জেলা বিজেপি সভাপতির মামলা তদন্ত চেয়ে
আবাস প্রকল্প দুর্নীতির তদন্ত দাবি করে হাইকোর্টে জনস্বার্থ মামলা। পুরুলিয়ার বিজেপি সভাপতি হাইকোর্টে মামলা করেছেন। এই প্রকল্পের টাকা বিতরণের উপর স্থগিতাদেশও চেয়েছেন তিনি। তাঁর অভিযোগ তালিকায় এখনও প্রচুর গড়মিল রয়েছে। এখনও তালিকায় তাঁদের নাম রয়েছে যাঁদের পাকা বাড়ি রয়েছে। এবং অনেকেই রয়েছেন যাঁরা শাসক দলের ঘনিষ্ঠ।
পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই কেন্দ্রের আবাস যোজনা প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। েই নিয়ে গ্রামে গ্রামে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের। এমনকী বিডিওদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। একাধিক জায়গায় অভিযোগ করা হয়েছে শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ এবং আত্মীয়দের অনৈতিক ভাবে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। তাঁকের পাকা বাড়ি রয়েছে তারপরেও তাঁরা টাকা পাচ্ছেন না। আর যাঁদের বাড়ি নেই তাঁরা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এবং শাসক দলের নেতাদের চক্রান্তেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে বিজেপি।