অবসরের পর শিলিগুড়িতে এলেন ঋদ্ধিমান সাহা, এবার ছোটদের সাহায্য করবো এমনটাই জানালেন তিনি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : অবসরের পর শিলিগুড়িতে প্রথম এলেন ঋদ্ধিবান সাহা। জানালেন এবারে বাচ্চাদের সাহায্য করব। তিনি জানান আমার দরকার আরো উঠতি ক্রিকেটার তৈরি করা। ক্রিকেটের সাথে আমি যুক্ত থাকতে চাই। আজ রিদ্ধিমান সাহা কে শিলিগুড়ি এক ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে সাহায্য করা হলো। কোচ জয়ন্ত ভৌমিকের সাথে একান্ত আলাপচারিতায় ঋদ্ধিমান সাহা জানালেন ক্রিকেট থেকে অবসর নিলেও আমার মত ক্রিকেট আছে এখনো। তাই উঠতি ক্রিকেটারদের সাহায্য করতে চাই।

ঋদ্ধিমান সাহা এদিন আরো জানান বাংলার আনাচে-কানাচে অনেক খেলোয়াড় আছে যাদের পাশে দাঁড়ানো আমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এই বাংলা আমাকে অনেক কিছু দিয়েছে , বিনিময় আমি বাংলাকে কিছু ফিরিয়ে দিতে চাই। আর সেটা হোক ক্রিকেটার মাধ্যম দিয়ে। ঋদ্ধিমান সাহা এও বলেন আমি নিজে মনে করি একজন ক্রিকেটারের দায়িত্ব অনেক থাকে , এই দায়িত্বগুলো পালন করতে হয় অবসরের পরেও। আমি শিলিগুড়ি কলকাতা দু জায়গায় উঠতি ক্রিকেটারদের সাহায্য করব। ঋদ্ধিমান সাহা এও জানান , ভারতে প্রতিভা এখন অনেক আছে। ভালো জায়গায় থাকবে আমাদের দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *