অবসর নিয়ে জোর জল্পনা বাড়ালেন ঋদ্ধিমান সাহা
নিজস্ব সংবাদদাতা : অবসর নিয়ে জোর জল্পনা বাড়ালেন ঋদ্ধিমান সাহা , তিনি বললেন এই মরশুম তার সেট মরসুম, আবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান টিম ফর্মাটেই খেলবেন তিনি। বাংলা রঞ্জি জয় তিনি দেখতে চান। স্নেহাশীষ গাঙ্গুলীকে পাশে বসিয়ে ঋদ্ধিমান সাহা এও জানান বাংলাকে এখনো তার অনেক কিছু দেওয়ার, আর তিনি মনে করেন এখনো খেলা তার মধ্যে আছে। টিমে ক্রিকেট কে ভালবাসেন, আর ক্রিকেট খেলতে চান। যখন মনে হবে আর পারবেন না তিনি নিজেই অবসর নিয়ে নেবেন।
তিনি আরো জানান তিনি যেমন ক্রিকেট খেলতে চান তেমন শিশুদের ক্রিকেট শেখাতেও চান। বাংলা ক্রিকেট এখন অনেক উন্নত হয়েছে, এমনটাও মনে করেন তিনি। এদিন ঋদ্ধিমান সাহা আরো বলেন তিনি এখনো পুরোপুরি ফিট খেলতে চান। তার সমসাময়িক রা অবসর নিয়ে ফেলেছেন কিন্তু তিনি সেই দিকে যেতে চান না। ঋদ্ধিমান সাহা এও জানান ভারত এখন বিশ্বের সবচাইতে শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশ, এখন উঠতি প্রতিভাবান প্রচুর আছেন। তবে তিনি বলেন তিনি উইকেট কিপিং করবেন না, একজন হিসেবে খেলবেন। যদি বাংলায় তাকে নির্বাচিত করা হয় তবে তিনি কি করবেন? যদি যোগ্য মনে করে তবেই তো আমাকে নির্বাচিত করবে? আর আমি খেলবই। ক্রিকেটকে ঘিরেই তো আমার বিশ্বাস, তাই ক্রিকেট আমার স্বপ্ন ক্রিকেটই আমার ভবিষ্যৎ। আপাতত এই বছরটা ক্রিকেট খেলতে চাই, যদি দেখি পারছিনা তখন দেখা যাবে। না পারলে ক্রিকেট চালিয়ে যাব না আমি, এদিন এও জানান ঋদ্ধিমান সাহা।