অভিষেক বন্দ্যোপাধ্যায়-র চাকরির আশ্বাস মেধা তালিকায় নাম থাকা সকলের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এসএসসি আন্দোলনকারীরা অবশেষে আসার আলো দেখতে শুরু করেছেন দীর্ঘ আন্দোলন শেষে। চাকরিপ্রার্থীরা চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত কয়েক মাস ধরে। আর এর মধ্যেই কেলেঙ্কারি সামনে এসেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে। আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন । এবং তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

সেই মতো গত সপ্তাহে শুক্রবার তৃণমূল সেকেন্ড ইন কমান্ড স্কুল সার্ভিস কমিশনের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন।আন্দোলনকারীরাও খুশি হয় প্রায় ঘন্টা দুয়েক দীর্ঘ বৈঠকের পর । তাঁরা জানায় , বৈঠক ফলপ্রসু। বৈঠকের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন আন্দোলনকারী নেতা শহীদুল্লাহ।

তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই মানবিক এবং সহমর্মী তাঁদের বিষয়ে ।বিস্তারিত ভাবে কথা হয়েছে। আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মেধাতালিকা ভুক্ত সবার চাকরি’র আশ্বাস দিয়েছেন বলে দাবি শহীদুল্লাহের। শুধু তাই নয়, তাঁর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন ২০১৬ সাল থেকে নবম দশম, একাদশ এবং দ্বাদশে মেধাতালিকায় নাম থাকা সবারই চাকরি হবে বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *