অমিত শাহকে ফোন করেছি, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব সত্যতা প্রমাণ হলে, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর অমিত শাহকে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী! মঙ্গলবার এমনই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তথ্য প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘বলা হয়েছে আমি অমিত শাহকে চার ফোন করেছি। যদি ফোন করার কথা প্রমাণ হয় তাহলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। আর যদি প্রমাণ হয়, তাঁরা মিথ্যা কথা বলেছেন। তাহলে যাঁরা করেছেন, তাঁরা নাকখত দেবেন? না পদত্যাগ করবেন?’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করার দাবি সম্পূর্ণ কার্যত খারিজ করে দিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। কিন্তু আমার বিরুদ্ধে যেভাবে ভুল তথ্য় দিচ্ছে বিজেপি, তা ঠিক নয়। এভাবে দল চালানো যায় না।’
শুভেন্দু অধিকারী মঙ্গলবার সিঙ্গুরে গিয়ে বলেন, ‘এ রাজ্যের মুখ্যমন্ত্রী, গুন্ডা বলেছেন অমিত শাহকে । তাঁকে চারবার ফোন করে পা ধরেছেন।’ শুভেন্দুর দাবি, মমতা নাকি বলেছেন, ‘আমার রাষ্ট্রীয় তকমাটা রাখা যাবে ২০২৪ পর্যন্ত?’ আর জবাব অমিত শাহ বলেছেন, ‘না রাখা যাবে না, আপনি তো ভোট পাননি। নির্বাচন কমিশন নিয়মে চলে। আপনি নিয়মের বাইরে গিয়েছেন, তাই আপনি আর সর্বভারতীয় নন।’