অর্পিতা মুখোপাধ্যায়ের বাগানবাড়ির খোঁজ মিললো বারুইপুরের ধোপাগাছিতে
বেস্ট কলকাতা নিউজ : আবার সুসজ্জিত বাগান বাড়ির হদিশ পাওয়া গেল বারুইপুরের কল্যানপুর পঞ্চায়েতের ধোপাগাছিতে। অর্পিতা মুখোপাধ্যায় প্রায়ই আসতেন এই বাগানবাড়িতে এমনটাই জানা গেছে । এমনকী, এই বাড়িতে মাকেও নিয়ে এসেছিলেন , ওই বাগানবাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ারটেকারের এমনটাই দাবি। এই বাগানবাড়ি অর্পিতা মুখোপাধ্যায় এক বেসরকারি কোম্পানির কাছ থেকে লিজ নিয়েছিলেন বছর কয়েক আগে, স্থানীয় বাসিন্দাদের এমনই দাবি । এই বাগানবাড়ির নাম ইচ্ছা।
বারুইপুর-আমতলা যাবার রাস্তায় চাকারবেড়ে মোড়। সেই মোড় থেকে ভিতরে কিছু এগলেই কালোগেটওয়ালা বাগান বাড়ি রাস্তার পাশে। এই বাগানবাড়ি প্রায় ২৬ কাঠা জমি নিয়ে। এতে কী নেই? সুসজ্জিত দোতলা বাড়ি। ভিতরে মার্বেলের অসাধারন কারুকাজ । ফল-ফুলের গাছে ভরা বাগান।নাম প্রকাশে অনিচ্ছুক কেয়ারটেকার বলেন, অর্পিতা ম্যাডাম আসতেন বড় গাড়ি হাঁকিয়ে। ফোনও ধরতেন না। দুই মাস আগেও তিনি মাকে নিয়ে এসেছিলেন এখানে । এর আগে অর্পিতাদেবী এসেছিলেন বেশ কয়েকবার। বিকালের পর এসে চলে যেতেন কিছুক্ষণ কাটিয়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, ফিরে যেতেন সন্ধ্যার পর কয়েক ঘন্টা কাটিয়ে। এই বাগানবাড়ি বিয়ে বাড়ি, পিকনিকে ভাড়া দেওয়া হয় ১০-১৫ হাজার টাকায়।