অসহায় মানুষের পাশে দাড়ানোর এক নতুন প্রতীক শিলিগুড়ির পারমিতা সাহা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : নাম পারমিতা সাহা। বয়স তেইশ। বাড়ি শিলিগুড়িতে। বাবা ব্যাবসায়ী। এই বয়সের মেয়েরা সাধারনত নিজেদের জীবন আনন্দ এবং ফুর্তিতেই কাটিয়ে দেয়। কিন্তুু এই পারমিতা একেবারেই অন্য ধাতুতে তৈরী। বাবার আর্থিক অবস্থা সচ্ছল শুধু নয় বিত্যবান বলতে পারা যায়। সেই ঘরের মেয়ে হয়ে পারমিতা নিজের সময় কাটান অসহায়দের সাথে কাটিয়ে। তিনি জানান আমি একটু কিছু করতে চাই এই পৃথিবীতে যারা একেবারেই দুস্থ এবং যাদের পরিবারের লোকজন অসহায়। আমি তাদের পাশে দাড়াতে চাই। আমি জানি আমার সামর্থ খুব কম তবুও আমি মনে করি যদি আমি রোজ তিনছনকে খাওয়াতে পারি সেটাই আমার কাছে অনেক কিছু হবে। আমার কাজের মাঝখানে যদি কিছুটা সময় মানুষের জন্য করতে পারা যায় সেটাই অনেক হবে আমার কাছে। পারমিতার বাবা এবং মা জানালেন তাদের মেয়ে খুশী থাকলেই তারা খুশী। কারন তাদের মেয়ে দুস্থদের পাশে দাড়িয়ে থাকতে ভালোবাসে। আর সেটা প্রচণ্ডভাবে ভালো কাজ। আর এখনকার দিনে এই ধরনের মানুষ খুব কম দেখতে পারা যায়। আমরা তো পারি না, আমাদের মেয়ে যদি এই ভালো কাজটা করতে পারে তবে আমাদের চাইতে আনন্দ আর কেউ হবে না জানিয়ে দিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *