অসাধারন চিন্তা নিয়ে তৈরী এই সানডে হাট এক অনবদ্য অবদান তার কাছে, এমনটাই জানালেন পর্যটন শিল্পের কর্নধার রাজ বসু
শিলিগুড়ি : রাজ বসুর তৈরী সানডে হাট।অসাধারন চিন্তা নিয়ে তৈরী এই সেই সানডে হাট রাজ বসুর এক অনবদ্য অবদান। তিনি জানালেন আমি নিজে অনেক চিন্তা করেই তৈরী করেছি।কড়কনাথের মুরগির মাংল এখন বিখ্যাত হয়ে গেছে। উত্তরবঙ্গের পর্যটন শিল্পের কর্নধার রাজ বসু জানান এই ধরনের বাজার আমাদের আরও দরকার। সারা ভারতের বিখ্যাত জিনিস পাওয়া যায় এখানে।আমাদের এখানে খাবার থেকে পোশাক সবকিছুই পাওয়া যায়। প্রথমদিকে ক্রেতারা অত বুঝতে না পারলে এখন আসেন,সবাই আসছেন এবং জিনিস কিনছেন এটাই অনেক বড় পাওনা আমাদের কাছে।
তিনি আরও জানান আমার অনেক কিছু পরিকল্পনা আছে,যেটাতে মানুষের সাহায্য দরকার ভীষন। আমার চিন্তা আছে এই সানডে হাট পশ্চিমবঙ্গের নানান জায়গাতে বসুক। অনেক চেষ্টা অনেক পরিকল্পনা এবং অনেক পরিশ্রম জড়িয়ে আছে আমার এই সানডে হাটের সাথে।আমার উদ্যেগ যদি সফল হয় এখানে প্রচুর মানুষ উপকৃত হবেন। আর সেটাই হবে আমার পুরষ্কার ।