অস্বাভাবিক কিছু নেই কেকে-র প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে চলেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর পর। সামনে এসেছে একাধিক প্রশ্ন । তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেল গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলেই। বুধবার সকালেই নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল ওই ঘটনায়। কারণ, কেকে-র ধর্মতলার হোটেলে বা সেখান থেকে বেরোবার পরেই সম্ভবত মৃত্যু হয়েছিল । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই হোটেল থেকেই। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অর্থাৎ, কেকে-র মৃত্যু হয় হাসপাতালে যাওয়ার পথেই বা হাসপাতাল-যাত্রা শুরুর আগেই। যা জানা যাবে ময়নাতদন্তের বিশদ রিপোর্টে। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগের তদন্ত শুরু করেছে মামলা রুজু হওয়ায়। বুধবার কেকে-র মরদেহের ময়নাতদন্ত চলতে চলতেই কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার এবং জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলিধর শর্মা ওই হোটেলে যান । তার সঙ্গে ছিলেন নিউ মার্কেট থানার অফিসাররা এবং গোয়েন্দা পুলিশের বৈজ্ঞানিক শাখা এবং ফরেন্সিক দলের অফিসারেরা।

কলকাতা পুলিশ সূত্রের খবর, পুলিশ অফিসারেরা হোটেলে কেকে-র ঘর থেকে সংগ্রহ করেছেন তাঁর ব্যবহৃত রুমাল। যে খাবারের বরাত দেওয়া হয়েছিল, সংগ্রহ করেছেন তার নমুনাও। সেগুলি পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশিই চলবে ময়নাতদন্তের বিশদ এবং চূড়ান্ত রিপোর্ট তৈরির কাজও। সেই রিপোর্ট পেতে-পেতে অন্তত আরও ৭২ ঘন্টা সময় লাগবে বলে খবরপুলিশ সূত্রের । তার পরেই নিশ্চিত এবং সরকারি ভাবে বিষয়টি বলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *