অস্বাভাবিক মৃত্যু গ্যাংটকের কৃষি ভবনের সামনে, জড়িত থাকার অভিযোগে আটক হল ১ জন
নিজস্ব সংবাদদাতা : গ্যাংটকের কৃষি ভবনের কাছে একটি ব্যক্তিগত বাড়ির উঠোনে ৩২ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালবেলায় একজন প্রহরী ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করেন । এলাকার মানুষজন এসে পুলিশের খবর দেয়। চারিদিকে জেরার পরে এক অবসরপ্রাপ্ত বন কর্মচারী নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এবং এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। পুলিশ ও ফরেনসিক দল তদন্ত করছে।

আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। ওই যুবক ঠিক কোথাকার বাসিন্দা এবং কি কারনে তিনি সিকিমে এসেছিলেন এবং কি কারনে তিনি খুন হলেন এটা খতিয়ে দেখছে পুলিশ। তবে মনে করা হচ্ছে আর্থিক কোন লেনদেনের কারণেই এই খুন হয়েছে। ওই যুবক বহুদিন ধরে ওই এলাকায় থাকতেন। তিনি কোন বেসরকারি সংস্থায় চাকরি করতেন বলে খবরে জানা গেছে। ওই ব্যক্তির সাথে বনদপ্তর এর কর্মীর কিভাবে যোগাযোগ এবং কি কারনে তাকে খুন করা হলো সেটা আপাতত খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।