অস্বাভাবিক মৃত্যু হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্রমশ দানা বাঁধছে রহস্য
বেস্ট কলকাতা নিউজ : আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্যুতি রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ দানা বেঁধেছে রহস্য । বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বর্ধমান শহরের সাধনপুরে বিচারকদের আবাসন থেকে পুলিশ বর্ধমান আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ।বিছানায় শায়িত অবস্থায় ছিল মৃতদেহটি । প্রচুর রক্তের দাগ ছিল বিছানায়। যা ক্রমাগত রহস্যের সৃষ্টি করেছে। কিভাবে বিছানায় রক্তের দাগ এল তা পুলিস খতিয়ে দেখছে । জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ মৃত ম্যাজিস্ট্রেটের ভাইকে থানায় নিয়ে আসে । বিস্তর অসঙ্গতি পাওয়া যায় তার কথায়।
তবে, তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন বলে অনুমান পুলিশের। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, বর্ধমান আদালতে লিভ রিজার্ভ অফিসার হিসাবে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে তিনি অফিসে হটাৎই অসুস্থ হয়ে পড়েন । আদালতের গাড়িতে করে তাঁকে পৌঁছে দেওয়া হয় আসবানে। রাতে তাঁর অসুস্থতা ক্রমশ বাড়তে থাকে। পরিবারের লোকজন স্থানীয় এক চিকিৎসককে এনে তাঁকে দেখান।