অস্বাভাবিক লেট ট্রেনের, চরম বিপাকে পড়ে যাচ্ছেন যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : ছদিন হয়ে যাবার পরেও স্বাভাবিক জায়গাতে এসে পৌছায়নি এনজেপী শিয়ালদহ রেলের পরিসেবা। কলকাতা থেকে শিলিগুড়িগামী সব ট্রেনই অস্বাভাবিক দেরীতে চলছে, সবচাইতে গুরুত্বপূর্ণ যে ট্রেন দার্জিলিং মেল সেটাও চার ঘন্টা থেকে ছয় ঘন্টা দেরীতে পৌছচ্ছে। এত লেট করে চলছে কেন ট্রেন সেই উত্তর দিতে পারছেন না পূর্ব রেল কতৃপক্ষ। পদাতিকও লেট হচ্ছে তিন ঘন্টা, যেসব যাত্রীর এনজেপী পৌছে সেদিনই ট্রেনে ওঠার কথা,কাজ না সেরেই ট্রেনে উঠছেন তারা।
এদিকে ক্ষুদ্ব যাত্রীদের অভিযোগ আগের থেকে না জানিয়ে ট্রেন রওনা দিচ্ছে আর পৌছাচ্ছে দুপুরে। এই লেট হবার কারনে যাত্রীরা দায়ী করছেন রেল কতৃপক্ষের অদূরদর্শিতাকে। তারা জানিয়েছেন এত বড় ঘটনা ঘটে যাবার পরেও কোন হেলদোল নেই রেলের। একই পথে চলছে তারা। যাত্রীরা এও জানিয়েছেন অনেকেই চিকিৎসা করাতে বাইরে যাচ্ছেন কিংবা ব্যক্তিগত কাজে তাই এই দেরী করে চলার জন্য রেলের দায় নেওয়া উচিত বলে মনে করছেন তারা। অবিলম্বে রেল কতৃপক্ষের নিজেদের ভুল শুধরে নেওয়া উচিত বলে মতামত তাদের।