অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে, মৃত করোনা রোগী
বেস্ট কলকাতা নিউজ :এক করোনা রোগীর দুর্ঘটনায় মৃত্যু হল হাসপাতালে আসার পথে৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ১১৭ নং জাতীয় সড়কে৷ সূত্রের পাওয়া খবর অনুযায়ী, সোমবার বিকেলে একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে কাকদ্বীপ থেকে জোকা ইএসআই হাসপাতালে আসার সময়৷ ১১৭ নম্বর জাতীয় সড়কের বিষ্ণুপুর থানা এলাকার দু’নম্বর হল্ট এলাকায় অ্যাম্বুলেন্সটি নয়নজুলিতে পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে৷ এমনকি অ্যাম্বুলেন্সের মধ্যে একজন করোনা রোগীও ছিলেন ঘটনার সময়৷ তাকে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতার নাম ভগবতী ঘরামি৷ আরও জানা গেছে তিনি দক্ষিণ ২৪ পরগণা কাকদ্বীপের হারু পয়েন্ট কোস্টাল থানার সিতারামপুর এলাকার বাসিন্দা।
মৃতার পরিবার সূত্রে খবর, ভগবতী পেটের সমস্যা নিয়ে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি হন বেশ কিছুদিন আগেই৷ পরে অবস্থার অবনতি হলে এমনকি তার করোনা পরীক্ষা করানো হয় কাকদ্বীপ হাসপাতালেই ৷ সেই রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকরা তাকে রেফার করেন জোকা ইএসআই হাসপাতালে৷ কিন্তু তার দুর্ঘটনায় মৃত্যু হল জোকা ইএসআই হাসপাতালে পৌঁছানোর আগেই পূর্বেই৷এর আগেও রোগী সহ একটি অ্যাম্বুলেন্স রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল নিয়ন্ত্রণ হারিয়ে৷কিন্তু কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি সেই সময়৷ ঘটনাটি ঘটেছিল পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলায়৷