আইনজীবীর সাথে সিভিক ভলেন্টিয়ার এর মধ্যে ঝামেলা কে কেন্দ্র করে ব্যাপক উত্তাল হল শহর শিলিগুড়ি
শিলিগুড়ি : এক আইনজীবীর সাথে সিভিক ভলেন্টিয়ার এর ঝামেলা কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি পায়েল সিনেমা হল চত্বরে এলাকা। ওই আইনজীবীর কাছ থেকে ওই সিভিক ভলেন্টিয়ার টাকা দাবি করে বলে অভিযোগ করেন ওই আইনজীবী। টাকা না দেওয়ার জন্য ওই আইনজীবীকে হেনস্থা করে ওই সিভিক ভলেন্টিয়ার। পরে আইনজীবী ফোন করে তার পরিচিতদের ডাকলে উত্তাল হয়ে ওঠে সেবক রোড সংলগ্ন এলাকা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। শুধু ওই এলাকায় নয় , গোটা সেবক রোড বন্ধ করে দেওয়া হয়। পুলিশকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়। ওই সিভিক ভলেন্টিয়ারকে কোনভাবে রক্ষা করে পুলিশ। তাকে নিরাপদ আশ্রয় এ নিয়ে যাওয়া হয়। ওটা সেবক রোড বন্ধ হয়ে যায়, এবং অশান্তিতে পড়ে যান পথচারীরা। প্রায় চার ঘন্টা পরে ওই আইনজীবী তার অভিযোগ প্রত্যাহার করে নিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসে।
