আইপ্যাক প্রধানের বাড়িতে ইডি হানা, ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে I-Pac প্রধান প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেক সেক্টর ফাইভে সংস্থার অফিসে পৌঁছয় ED। খবর পেয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সঙ্গে নিয়ে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ED-এর বিরুদ্ধে দলের ডেটা ও নথি বাজেয়াপ্তের চেষ্টার অভিযোগ তুলে একে ‘ক্রাইম’ বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান এটা সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে তৈরি করা। এগুলো চক্রান্ত ছাড়া আর কি ? ভোট আসলেই এগুলো শুরু হয়ে যায়, এত বছর ধরে এই একই কাজগুলো করে আসছে একবারও সফল হলো না অথচ করতেই হবে। কি কারনে আইপ্যাক এর অফিসে ইডি হানা দিল সেটা নিয়েও সন্দেহ আছে। আর এক দেড় মাস পরে ভোটের জন্য সব দল তৈরি হয়ে যাবে। আর আমরা যাতে তৈরি না হতে পারি সেই জন্য সব ধরনের ব্যবস্থা চলছে। তিনি এদিন এও জানান মানুষ সব বুঝতে পারে, তাই সহজ হবে না এই ধরনের কোন চক্রান্তকে বাস্তবায়িত করা। ২০১৪ থেকে একই চক্রান্ত চলছে আর কতদিন এভাবে চলবে? তাই আমরা ঠিক করেছি এবার আমরাও তৈরি হবো এর উপযুক্ত জবাব আমরা দেব


