আকা তার জীবনের অংশ, আপাতত আকাকেই নিয়ে চলতে চান নর্থ বেঙ্গল আর্ট একাডেমীর কর্নধার সোমেশ ঘোষ
নিজস্ব সংবাদদাতা : বছরের পর বছর ধরে তিনি আকা শিখিয়ে চলেছেন, ছোট ছোট শিল্পী দের বড় করেছেন। তাদের প্রতিষ্ঠা দিয়েছেন তবুও তিনি মনে করেন এখনো অনেক দুরে যেতে হবে তাকে। তিনি আর কেউ নন সোমেশ ঘোষ নর্থ বেঙ্গল আর্ট একাডেমীর কর্নধার। তিনি জানালেন আজকের থেকে নয় তিনযুগ ধরে আমি সাফল্যের সাথে এই কাজ করে চলেছি। আমি আনন্দ পাই, আকতে এবং আকা শেখাতে। কেউ যদি আমার এখানে আকা শিখে জীবনে প্রতিষ্ঠা পায় সবচাইতে বেশী সুখি থাকবো আমি। আমার কাজ শেখানো তাই আমি শিখিয়েই চলেছি। কতদুর গিয়ে পৌছাবো আমি জানি না তবে আমার শখের এই নর্থ বেঙ্গল আর্ট একাডেমীতে যদি একজনও সুনামের সাথে এগিয়ে চলে তবে সেটাই হবে আমার কাছে আসল পুরষ্কার,এমনটাই জানালেন সোমেশ ঘোষ। আমার বর্তমান এবং ভবিষ্যতের এই আশা আমি পূরন করবই বলেও জানান তিনি।