আগামীকাল সেই কাঙ্ক্ষিত একুশে জুলাই আর আজকে কর্মীদের সাথে জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : আগামীকাল একুশে জুলাই আমাদের কাছে এক স্মরণীয় দিন সারা বছর ধরে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দিনটির দিকে তাকিয়ে থাকি কবে আসবে সেই একুশে জুলাই। আর মাত্র একদিন আমরা পেয়ে যাব একুশে জুলাই কে। আজ সকালে মিলন মেলায় নিজের দলীয় কর্মীদের যারা শিলিগুড়ি থেকে এসেছেন তাদের এই কথাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। প্রথমে তিনি জিজ্ঞাসা করলেন সবার রাতে খাওয়া এবং ঘুমের কথা জানালেন কে কোথায় আছেন কিভাবে আছেন সবকিছুই, আজকের দিনটি বিশ্রাম কালকে আমাদের যাত্রা ধর্মতলার দিকে জানিয়ে দিলেন জেলা সভাপতি। আগামীকাল একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের একটাই পথ থাকবে সেটা হলো ধর্মতলার দিক কারন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটিতে তার আগামী দিনের পরিকল্পনা স্থির করবেন আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য ভাবেন এবং মানুষের জন্য কাজ করেন তাই আমরা তার দলের কর্মীরা আগামীকাল তার নির্দেশের জন্যই অপেক্ষা করব। জেলা সভাপতি আরো জানান অনেকেই এই প্রথমবার একুশে জুলাই কলকাতা এসেছেন সবাই সবাই কিভাবে কোন দিক দিয়ে যাবেন তা আজকেই সবাইকে জানিয়ে দেওয়া হবে যাতে কারো কোনো অসুবিধা না হয়, কারণ কর্মীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আমাদের ডাকে সাড়া দিয়েই তারা কলকাতায় এসেছেন, এদিন জেলা সভাপতি আরো জানান উত্তরবঙ্গ থেকে যারা কলকাতা এসেছেন একুশে জুলাই সভায় যোগ দিতে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে নির্দেশ পেয়ে যাবে কিভাবে ধর্মতলায় যাবেন যাতে কারো কোন অসুবিধা না হয়। আগামীকাল আমাদের তৃণমূল কর্মীদের কাছে এক স্মরণীয় দিন তাই মুখ্যমন্ত্রী নির্দেশ নিয়েই আমরা আগামীকাল থেকে নতুন ভাবে চলব।
এদিন জেলা সভাপতি নিজের দলের কর্মীদের সাথে অনেকক্ষণ কথা বলেন কারো কোন সমস্যা এবং অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন এবং অসুবিধা হলে যেন ফোন করেন তিনি এটাও জানান। এদিন জেলা সভাপতি নিজেই জানান বিভিন্ন দিক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতা এসে পৌঁছাচ্ছেন এই দিনটি আমাদের কাছে একটা আলাদা অন্য আনন্দের দিন, সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা একসাথে থাকব। আমাদের মা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক তিনি আমাদের সবার খেয়াল রাখেন তাই আমাদের উচিত তার দেওয়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। আজ রাত শেষ হলেই কাল সকাল মানে একুশে জুলাই এর সকাল আর কাল থেকেই নতুন পথচলা শুরু হবে আমাদের জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি বলেন উত্তরবঙ্গের কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি রায়গঞ্জ এবং অন্যান্য জায়গা থেকে আজকেও প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতা এসে পৌঁছাবেন তাই সবাইকে দেখে নিতে হবে, সবাই ঠিকঠাক আছেন কিনা? এটাও আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব, কাল সকালে সবাইকে নিয়ে যেতে হবে আমাদের ধর্মতলার পথে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।