আগামী ২৭ আগস্ট থেকে শুরু গণেশ পুজো, বৃষ্টি অনেকটাই আশঙ্কায় ফেলে দিয়েছে পুজো উদ্যোক্তাদের
শিলিগুড়ি : আগামী ২৭ আগস্ট থেকে শুরু গণেশ পুজো। তবে বৃষ্টি অনেকটাই আশঙ্কায় ফেলে দিয়েছে পুজোর উদ্যোক্তাদের। ভাদ্র মাসে অসময়ে বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করেছে প্যান্ডেলের। এখনো কিছুই তৈরি হয়নি জানালেন শিলিগুড়ি সবচাইতে বড় গণেশ পূজা কমিটির সভাপতি বাপি সাহা। তিনি জানান ভিতরের কাজ অনেকটা বাকি আছে, কিন্তু যেভাবে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসছে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে প্যান্ডেলওয়ালাদের। বৃষ্টিতে ভিজে যাচ্ছে বাশ, এখনো অনেক জায়গায় লাগানো হয়নি ট্রিপল। আমাদের বাইরের টা হয়ে গেলেও ভিতরের কাজ অনেকটাই বাকি। আর ইলেকট্রিকের কাজ তো পুরোটাই বাকি, এবার দুর্গা পূজা এবং গণেশ পূজো একেবারেই পাশাপাশি, একদিকে যেমন গণেশ পুজোর প্যান্ডেল হচ্ছে অন্যদিকে বড় বড় দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পথে।

তবে সব পুজো কমিটির উদ্যোক্তারাই জানিয়েছেন বৃষ্টিতে চরম সমস্যা হচ্ছে। কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গণেশ পুজো মাঝে আর মাত্র তিন দিন বাকি। তাই এই তিন দিনের মধ্য কতটা কি তৈরি হবে সেটা নিয়ে আশঙ্কায় পুজো কমিটির উদ্যোক্তারা। বৃষ্টির কোনো ঠিক নেই, জানিয়েছেন তারা তবে আশাবাদী আমরা ঠিক সময় প্যান্ডেল তৈরি করে নিতে পারবো।