আজ বাংলা নববর্ষ, মন্দিরে ভিড় ভক্তদের নতুন বছর যেন ভালোভাবে কাটে এই প্রার্থনাই সকলের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বাংলা নববর্ষের আজ প্রথম দিন। তাই রীতি মেনে এদিন কালীমন্দিরে ভক্তরা চলে গেলেন মায়ের আশীর্বাদ নিতে। সকাল থেকেই এদিন শিলিগুড়ি সব মন্দিরেই বলতে পারা যায় কালীমন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। তিল ধরনের জায়গা ছিল না একেবারেই । মায়ের কাছে নিজের পরিবারের জন্য আশীর্বাদ প্রার্থনা করে পয়লা বৈশাখ দিনটিকে নতুনভাবে শুরু করতে চান সকলেই। শিলিগুড়ি সব মার্কেটে ফুলের এবং মিষ্টির দোকানে ছিল একেবারে উপচে পড়া ভিড়। সকালবেলা স্নান করে মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে সবাই ফিরছেন। অবশ্য শুধু সকালেই নয় মন্দিরের পুরোহিতরা জানিয়েছেন এদিন সারা দিন ধরেই চলবে মায়ের কাছে পুজো দেওয়ার রীতি। শিলিগুড়িতে যে কটি কালী মন্দির আছে প্রতিটি মন্দির এই দিন মানুষের ভিড়ে একেবারে পরিপূর্ণ ছিল। বাইরে লাইন দিয়ে দাঁড়িয়া মায়ের পুজো যাওয়ার অপেক্ষায় আছেন অনেকেই, হাতে ফুলের ডালা নিয়ে।

আজ সকাল থেকে এদিক মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছিল ভক্তদের জন্য। সকাল বেলা এসে মায়ের কাছে পুজো দিয়ে , মায়ের আশীর্বাদ নিয়ে অনেকেই কাজ শুরু করতে চান তাই সকালে মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গিয়েছে। ১৪৩২ সালটিকে স্মরণীয় করে রাখতে এদিন সবাই যে তৎপর ছিলেন সে কথা একদম হলফ করে বলতে পারা যায়। পহেলা বৈশাখ দিনটি যে বাঙালির কাছে অন্য ধ্যান ধারনা নিয়ে আসে , সেটা তো বাঙালিরা জানে। তা আজকে আবার প্রমাণিত হলো। যতই আধুনিক হোক আমাদের এই সমাজ বাঙালি তার রীতি রেওয়াজ যে ভুলতে পারবেনা একথা সত্যি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *