আজ হতে চলেছে ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন, কে হবে পরবর্তী রাষ্ট্রপতি ? ক্রমশ বাড়ছে জল্পনা
বেস্ট কলকাতা নিউজ : আজ সোমবার ১৮ জুলাই হতে চলেছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। এদিন ভোটে অংশগ্রহণ করবেন প্রায় ৪ হাজার সাংসদ ও বিধায়ক । সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটদান পর্ব অনুষ্ঠিত হবে সংসদ ও বিধানসভা ভবনে । ভোট হবে গোপন ব্যালটেই। তবে হুইপ জারি করতে পারবে না কোনও দলই। বেগুনি কালিতে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন তারা ।এমপিদের জন্য সবুজ ব্যালট ও বিধায়কদের জন্য থাকবে গোলাপী ব্যালট।পরিসংখ্যান অনুসারে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করছেন এনডিএ বিরোধী একাধিক দলও। সেক্ষেত্রে পাল্লা অনেকটাই ভারী হতে পারে তাঁর দিকে।
সেই তালিকায় রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা, বিজু জনতা দল, জেডিএস, শিরোমণি আকালি দল, বহুজন সমাজবাদী পার্টি । এমনকি তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন AIADMK, TDP, YSRCP, লোকজনশক্তি পার্টিও। অন্যদিকে বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহার পাশে রয়েছে কংগ্রেস, এনসিপি, তৃণমূল, সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশানাল কনফারেন্স, এআইমিম, আরজেডি, এআইইউডিএফ মতো রাজনৈতিক দলও। শেষ বেলায় এই জোটে যোগ দিয়েছে আম আদমি পার্টিও । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধীদের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন। চারটি নামের মধ্যে প্রথম তিনজন দাঁড়াতে অস্বীকার করেন। অবশেষে প্রার্থী করা হয় যশবন্ত সিনহাকেই ।তবে ভারতের নতুন ইতিহাস তৈরি হবে দ্রৌপদী মুর্মু যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে। কারন তিনিই হবেন দেশের প্রথম আদিবাসি মহিলা রাষ্ট্রপতি।