আজ ISL এ মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে-মোহনবগান , জেনে নিন দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ
বেস্ট কলকাতা নিউজ : এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস যেমন গত মরশুমেই আইএসএল জিতেছেন এটিকে’র কোচ হিসেবে। তেমনই কেরালা ব্লাস্টার্স কোচ কিবু ভিকুনা আইলিগ দিয়েছেন মোহনবাগানকে। শুক্রবার আজই আইএসএলের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে দুই চ্যাম্পিয়ন কোচের মগজাস্ত্রের লড়াই দিয়েই।
যদিও সামান্য হলেও এটিকে-মোহনবাগান কোচ হাবাস ম্যাচের আগে মাইন্ডগেম শুরু করে দিয়েছেন। কিবুর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেও মোহনবাগানের প্রাক্তন কোচকে মনে করিয়ে দিয়েছেন এটা আইএসএল, আইলিগ নয়। অবশ্যই দু’বারের আইএসএল জয়ী হাবাস ভারতের মাটিতে এবং আইএসএলের মঞ্চে অনেক বেশি অভিজ্ঞ কিবুর তুলনায়। কিন্তু গত আইলিগে ফুটবল অনুরাগীদের বেশ নজর কেড়েছিল পোল্যান্ডজাত কিবুর স্ট্র্যাটেজিও। হাবাসের পছন্দের ফর্মেশন যদি ৪-৪-২ হয় তাহলে কিবুর পছন্দ ৪-৩-৩।
হাবাস যদিও আল্ট্রা ডিফেন্সিভ হন, কিবু তাহলেওস্তাদ বিপক্ষকে নিজেদের অর্ধে ডেকে এনে ঝটিতে আক্রমণ তুলে বিপক্ষ রক্ষণকে ফালা-ফালা করে দিতে। সবমিলিয়ে আজ মাঠে দু’দলের ২২ জন ফুটবলার থাকলেও দু’দলের বেঞ্চে দুই স্প্যানিয়ার্ডের হাতেই থাকবে ম্যাচের রিমোট কন্ট্রোলটা। এপ্রসঙ্গে বলে নেওয়া ভালো করোনা আবহে তিন থেকে বেড়ে সর্বোচ্চ পাঁচটি পরিবর্তন করতে পারবে দলগুলো। বেঞ্চে সর্বাধিক রাখা যেতে পারে ৯ জন ফুটবলারকে। যা দুই কোচের কাছে অনেকটাই স্বস্তির। যথেষ্ট বিকল্পও রয়েছে এমনকি দু’দলের কোচের হাতেও।
একনজরে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ:
এটিকে-মোহনবাগান (৪-৪-২):গোলরক্ষক: অরিন্দম ভট্টাচার্য,ডিফেন্ডার: তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, শুভাশিস বোস মিডফিল্ডার: জাভি হার্নান্দেজ, কার্ল ম্যাকহিউ, প্রবীর দাস, মাইকেল সুসাইরাজ,ফরোয়ার্ড: রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস
কেরালা ব্লাস্টার্স (৪-৩-৩):গোলরক্ষক: আলবিনো গোমস,ডিফেন্ডার: বাকারি কোনে, কোস্তা, জেসেল কার্নেইরো, নিশু কুমার। মিডফিল্ডার: ভিসেন্তে গোমেজ, জিকসন সিং, সাহাল আব্দুল সামা।ফরোয়ার্ড: রাহুল কেপি, গ্যারি হুপার, ফাকুন্দো পেরেরা