আদি বইপাড়ার গল্প আর বটতলার রম্য রসাত্ম্যক বইয়ের দোকান, নবীন কলকাতাকে চোখ রাঙিয়ে আজও বেঁচেবর্তে আছে আদি কলকাতার পুরনো গল্পরা
বেস্ট কলকাতা নিউজ : নবীন কলকাতাকে চোখ রাঙিয়ে আজও বেঁচেবর্তে আছে আদি কলকাতার পুরনো সব গল্পরা। উত্তর কলকাতার বহু রাস্তা আজও যেন থমকে আছে কোনও এক নির্দিষ্ট সময়কালে। মাল্টিপ্লেক্স, স্মার্টফোন, ওয়েব সিরিজ, স্কাই-হাই অ্যাপার্টমেন্টে আপাদমস্তক ঢাকা নতুন কলকাতাকে চোখ রাঙিয়ে আদি কলকাতার পুরনো গল্পেরা আজও বেঁচেবর্তে আছে। আছে আদ্যিকালের ফ্যাকাশেরঙা নষ্ট্যালজিক গলি, কাঠের খড়খড়ি আঁটা লম্বা জানলা, সিঁড়িতে বসানো কারুকাজ করা লোহার রেলিং, দরজার মাথায় লাল-নীল রঙিন শার্সি।